Saturday, 14 May 2011

ডাইরীর ছেঁড়া পাতা - ১১ (২৭শে ডিসেম্বর, ২০১০)

আমার রায়

(শান্তনু)

বাংলায় যখন লিখতে পেরেছি তখন প্রথমেই বলি বাঁড়া । কি যে শান্তি এ কে বাংলায় দেখে বোঝাতে পারব না ।

যাক, সবাই ত ব্লগ ছেড়ে বেরিএ গেছে মনে হয় । আমি এখন কিছুদিন বাংলায় অনুশীলন করব ।

3 comments:

sujoy said...
Banra..... english-a likhleo ek-i byanjona aase!Jai hok,kalke Santanu'r janmodiner aagam shuvechchha janiye rakhi...r ektu buro hoyar jonye ovinandan!Rongeen r ekta bachhar katuk r o beshi rongeen bhabe ei wish roilo. R amader sabar sondhye-ta je rongeen korte parto se to roj party attend kore nijei rongeen hoye aachhe,e'rakam rongeen jeebon dekhe besh ektu hingsheyy rongeen hoye jai re!Ekhon bose aachhi kobe samayy bar kore aamader ektu dak debe...bhalo thakis sabai....
santanu roy said...
টিটো ব্লগ খুলে দিএ, শিখিএ দিএ , নিজে কেটে পরলে কেন? কোনো বড়ো লেখা পাচ্ছি না । আমার বাংলার জয়ধবনি কোরবি না? সেন সাহেবের আগাম শুভেচ্ছা পেয়ে ভাল লাগলো ।
Nirmalya said...
তোর বাংলায় লেখা পড়ে খুব খুশী হলাম। Column-র নামটা ('আমার রায়')তোর পছন্দসই হয়েছে বুঝলাম, ভালো লাগলো। চুমকীরা এসেছে, ওদের নিয়ে অজন্তা-ইলোরা ঘোরাতে নিযে গেছিলাম, আজ ফিরেছি। তিনদিনে প্রায় ৭৫০ কিলোমিটার drive - খারাপ নয় বল? । তোকে শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছিলাম, পাস নি? বয়স বেড়েছে তো কি হয়েছে? মন যেন আরও রংগিন হয, এঐ প্রার্থনা করি। আর তার সাথে প্রার্থনা করি, য়ে আমরা সবাই যেন এঐভাবে অনেক, অনেকদিন বন্ধু থাকতে পারি! মানস তো corporate life নিয়ে (ব্যতি)ব্যস্ত! সন্জীব বোধহয় বত্সরান্তের পার্টির বন্দোবস্ত করছে। ওদের blog করতে বলা বৃথা। সুজয় কবে বাংলায় লিখবে, হা পিত্যেশ করে বসে আছি।

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.