Tuesday, 24 May 2011

১২ মাত্রার সবুজের দেশে

প: ইয়োরোপের এই দেশটাকে ব'লা হয় 'Land of 12 shades of green'; বাংলায় দাঁড়ায় '১২ রকম সবুজের দেশ'!দেশটার ভুখন্ডের দিকে আকাশ থেকে তাকালে না কি সত্যিই দেখা যায় মনভরানো সবুজের সমারোহ, ১২ রকম ঘনত্বের রকমফেরে হয় চোখের পরিতৃপ্তি।

তা, Ireland-র আকাশ চিরে উড়ে গেছি মাত্র একবারই, আমেরিকার পূর্ব উপকূলে পাড়ি দেওয়ার সময়। কিনতু, Amserterdam-New York-Amsterdam flightটা, দুবারই Ireland-র আকাশ অতিক্রম ক'রে গেল অন্ধকারের মধ্যে। জানালা দিয়ে ঘুমচোখে উঁকি মেরে দেখেছিলাম ঘুমিয়ে থাকা সেই সুন্দর, ছোট্ট দেশটাকে; যেখানে প্রায় পাঁচ বছর কাটিয়েছি, গত শতাব্দীর শেয বছর থেকে শুরু ক'রে।না, ১২ রকম সবুজের সমারোহ দেখা হয় নি কখনও। কিন্তু দেশটা যে সবুজে আগাপাশ্তলা জড়ানো, সেটা বসবাসকালে সম্যক দেখেছি ও বুঝেছি। বছরে প্রায় ৯ মাসই বৃষ্টি হয়, সাথে জোর হাওয়া আর উঁকি মারতে আলসেপনা করা সূর্য্য। চারপাশে সমুদ্র; ফলে গাড়ি নিয়ে বেরিয়ে প'ড়ে যে কোন দিক উদ্দেশ্য করে চললে প'রেই সমুদের দেখা পাওয়া যাবে,খুব বেশী হলে ঘন্টা পাঁচেকের মধ্যেই। অমায়িক, হাসিখুশী, কথায়-কথায় রসিকতা করতে সড়গড় আইরিশদের সাথে বন্ধুত্ব করতে কোন বিশেষ চেষ্টা করতে হত না। Bank-র Manager থেকে পাড়ার pub-র পরিচারিকা, অফিসের বস্ থেকে মাংসের দোকানের দোকানী - সবাই অন্তত: একবার মশকরা করতে পারলে যেন খুশী হয়।আমাদের বাড়িটা ছিল Leopardstown বলে একটা জায়গায়, Wicklow পাহাড়রাজির কোলে। একবারেই আইরিশ অধ্যুষিত এলাকা। আমাদের পড়শি কেভিন আর বার্ণি, আর তাদের দুই ছেলে: স্টিফেন আর রবার্ট; সাহায়্য করতে যেন মুখিয়ে থাকত। অলির সব বন্ধুরা ঢেকে নিয়ে যেত খেলতে: জ্যাক, রবার্ট, ফিওনা, মেরী। আমরা বাড়িতে সবসময় বাংলায় কথা বলতাম ব'লে, ছোট্টবেলায় অলি একদমই ইংরাজী জানত না। কিন্তু, আইরিশ বাচ্চাগুলোর সাথে কথাবার্তা চালাতে কোন অসুবিধা হয়েছে ব'লে শুনিনি। আর গায়ের রং নিয়ে কোন তির্য্যক মন্তব্য? একবারই একটি বাচ্চা ব'লেছিল কিছু একটা, একেবারেই হাল্কাচালে। কি ব'লেছিল আজও জানি না। কিন্তু তার বাবা সংগেসংগে বাড়ি থেকে বেরিয়ে এসে ছেলেকে দিল প্রবল বকুনি আর অলিকে (৩ বছর বয়স) ডেকে বলল 'সরি'। পরে অলি এসে ঘটনাটি ওর ভাষায় বর্ণনা করায় আমরা এই ব্যাপারে অবগত হলাম।

গত রবিবারে, আনন্দবাজারের রবিবাসরীয়তে রংগন চক্রবর্তীর লেখাটা প'ড়ে হঠাত্ সব স্মৃতিগুলো ফিরে এল। সারা সপ্তাহ ওগুলো আমায় ঘিরে থাকবে মনে হচ্ছে।

1 comment:

  1. Biswas kor, ei Ananda bazar -er lekhata porte porte sudhu tor kotha bhebechhi... r bhebechhi NSG likhle aro kato detail-e likhto.

    Desh-e Northern light(arora) porte giyeo bhabchhilam tui dekhechhis ki?

    Toh be tor ei lekha bhaloi hoyechhe, kintu , bojha jachchhe je Rongan Chakraborty likhe poysa pabe. r tui pabi na, tai tui oto dhoirjyo rakhte parisni...hathat-e ses kore diechhis.

    ReplyDelete

Note: only a member of this blog may post a comment.