Sunday, 15 May 2011

পরিবর্তন বা বদল - যা বলিস......

একটা দু:সংবাদ আছে। সাথে অবশ্য আছে একটা সুসংবাদও।

আমাদের পূর্ববর্তী এবং প্রথম ব্লগ - যা গত কয়েকমাস ধরে আমরা লিখছিলাম এবং খানিকটা অভ্যস্তও হয়ে গিয়েছিলাম - discontinue করতে হয়েছে। ভুলটা আমার; ব্লগ administer করার জন্য বিশেষ password-r দরকার প'ড়ে। আমি তা বানিয়েছিলামও, কিন্তু ভুলে গেছি। অনবধানতায়, তা কোথাও লিখে রাখি নি। কোলার email address-টা জুড়তে গিয়ে বুঝলাম বড় ফ্যাসাদে প'ড়ে গেছি। ওই administrative password ছাড়া কোনরকম maintenance করা অসম্ভব।

তা, blog discontinue করতে হয়েছে ব'লে, ঠেকের ঝাঁপও বন্ধ করতে হবে? পাগল না কি?

তাই নতুন ব্লগ বানিয়েছি, নাম দিযেছি 'আমাদের-ই ঠেক'; একটু রদবদল করে নিয়ে প'ড়লে ওটা দাঁড়াবে 'আমাদের ই-ঠেক' ('e-Thek', in the sense equivalent to 'e' in e-Mail). অর্থাত্ কি না, আমাদের ইলেকট্রনিক ঠেক।  নামটা আশাকরি তোদের পছন্দ হবে। পুরনো সব ব্লগ গুলোকে এই নতুন ব্লগে তুলে এনেছি (almost 95% of them), আর 'ডাইরীর ছেঁড়া পাতা' (ফাদার দ্য তিয়েন, ম'নে প'ড়ে কারো?) নামের একটা archival ধারায় সেগুলোকে সাজিয়ে রেখেছি। যে কেউ গিয়ে খুঁজে প'ড়তে পারে, গত কয়েক মাসে আমাদের 'মনম্যাপ' কেমন ছিল।

তোদের সবার কাছে ব্লগে লেখবার জন্য আমন্ত্রন যাবে। গ্রহন করিস। তারপর ব্লগে লেখার তোড়জোড় শুরু করে দিস্, নতুন উদ্যমে। প: বাংলার সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনও আনবে কি না, সময় বলবে। কিন্তু য়ে কোন পরিবর্তনের ভেতরেই নতুন সম্ভাবনা লুকিয়ে থাকে, এটা অনস্বীকার্য্য। তা সে লালবাড়ির ঠেকের change-log-ই হোক, আর আমাদের সাধের ঠেকের blog-ই হোক।














No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.