অন্যমনস্ক ভাবে লেখাটা পড়তে পড়তে প্রায় শেষ করে এনেছিলাম
----. -------. May I get your word of honor? Wouldn’t you promise me, your steadfast support to her dreams
Soliciting your presence
With best wishes
YYYYYY
Mail টা বন্ধ করে দিলাম স্টেশন এসে গেছে আমায় নামতে হবে৷ Mail টা গত কয়েক বছর ধরে আমি -মাঝে মাঝেই পড়ি৷ এর জবাব আমার কখনো আর দাওয়া হলোনা৷
নাবিক আমি, জাহাজ আসার অপেক্ষায় রয়েছি ফ্রান্সের Le Havre শহরে৷ শুক্রবার থেকে আছি, তাই রবিবার hotel থেকে বেরিয়ে প্যারিস এসে পরলাম ট্রেন ধরে - জাহাজ আসতে আরো দুদিন লাগবে৷
Champ de Mars স্টেশন থেকে বাসে চড়ে আইফেল টাওয়ার
হঠাৎই অকল্পনীয়~ ওর সাথে দেখা...একদম আইফেল টাওয়ার এর নীচে৷
চমকে উঠলাম ওটা ও ই তো - না কি ভুল দেখছি! হ্যাঁ কোনো সন্দেহ নেই ও ই৷ বাব্বাঃ কত বছর পর আবার ও , আবার দেখা পাবো ভাবিনি৷ কি অদ্ভুত সংযোগ
কাছে এগোলাম!
ও বললো
~ আরে নির্মাল্য ?
আমি বললাম
আরে ---- অনাহিতা, তুমি ...এখানে ?
~ Vacation এ এসেছি .
~ও তাই ? তা ফ্রান্স টুর না আরো কোথাও ?
- না আরো বেশ কিছু জায়গা আছে, Actually Europe Tour!
- ও তাইতো তা এরপর কোথায়?
~"এখiন থেকে স্পেন ~ মাদ্রিদ মালাগা, বার্সেলোনা , লম্বা দৌড়!"
এক নিঃশ্বাসে কথা গুলো বলে থামলো
,
--তারপর ?
- Indraneil ইতালি প্রেমিক ~ নেপলস, জেনোভা, রোম, Pisa , এবং সবার শেষে Of Course Switzerland এর ~ Geneva n Zurich...
~Ofcourse...Switzerland right কিন্তু ... your family? ইন্দ্রনীল তোমার মেয়ে তারা কোথায়?.....?
~আমার মেয়ে আর ওর বাবা ... বাইসাইকেল নিয়ে Nostradamas গেছে
~ নোতোরডাম ও হো : হো: .. তুমি যাওনি?
~না , Seine নদীর পাড়ে বসে নদীর বুকে , আইফেল টাওয়ার এর ছায়া দেখছি, দেখো ঢেউয়েরা কত চেষ্টা করে - চলেছে ছায়া টাকে দূর নিয়ে যাবার, তবু নদীর বুক থেকে ছায়া মোটেও সরছেনা!
~ এখনো আকাশ মাঠ শহর দেখতে দেখতে একলা হারিয়ে যাও বুঝি?
~ হারাই কখনো কখনো ....তুমি হারাওনা - ?
~ হা: ! হা: ! আমার হারালে চলেনা . যেদিন থেকে তুমি হারিয়ে গেছো --- আমি তো হারিয়ে যাবার রাস্তাই হারিয়ে ফেলেছি! এখন নিজের জীবন নিজেকেই সামলাতে হয় যে
~ হুম বুঝলাম ..আচ্ছা মশাই , ..তো এখানে , কাজ না ছুটি ?
~ কাজ ! কাজই বটে ! Eiffel Tower ঝাঁট দিতে এসেছি, বলে আমি হাসলাম !
কুড়িয়ে তোলা ধুলো নিয়ে Champs Elysees ধরে হাটতে হাটতে ফু দিয়ে আকাশে উড়িয়ে দেব! অাইফেল টাওয়ারের ধুলো ভালোবাসার ধুলো! আমার গুঁড়ো গুঁড়ো হৃদয়! বাতাসে ফরাসি সুন্দরীদের চোখে মুখে চুলে লেগে থাকবে!
.
~ বাহ্ ! কাব্য তোমায় ছাড়েনি দেখছি ৷
~ আমিও তো কবিতা কে ছাড়িনি৷ আর আজ অনেকদিন বাদে কবিতার সাথে হঠাৎ দেখা হয়ে গেলো যে !
~বুঝলাম কবিতা কে ছাড়োনি আরো কি কি ধরে রেখেছো ? যাযাবরের মতো হঠাৎ উধাও হওয়া বনে জঙ্গলে টো টো করা, সাতকোশিয়া কুলডিহি বাংরিপোসি লোধাশুলির শাল মহুয়া জিহারুল পুটুশ এর জঙ্গলে রাতের পর রাত হারিয়ে যাওয়া ?!
~ আস্তে আস্তে অনেক কিছু বদলেছে তবে মনে যা যা যত্নে রেখেছি ...সব রয়ে গেছে . ছাড়াতে চাইলেও ছাড়েনা . ঘুরে ফিরে মনেই বাসা বাঁধে!
~ পথের ধুলো পথেই উড়িয়ে দেবে ? তুমি তো ঘর ছেড়ে বিশ্ব পথিক !
~ধুলো বাতাসে উড়িয়ে না দিলে তাতে যে মাটির গন্ধ জাগে -বড় মায়া পড়ে যায়!
~ কি ভাবে ওড়াবে ? আমার চোখে ধুলো ঢুকলে যে ভাবে ওড়াতে ফু দিতে ?
পাহাড়ের বাঁকে তিস্তার মতো হাসি খেলে গেলো ওর ঠোঁটে!
~ তুমি যাওয়ার পর থেকে ও -ভাবেই একলা রাতে ছাদে দাঁড়িয়ে অতীত কে ও ওড়াতাম ফু দিয়ে ,. কিন্তু একটু পরেই গায়ে মাথায় আবার সব -পুরোটাই ঝরে পড়তো , গুঁড়ো গুঁড়ো তোমার ধুলো!
~ অনেকদিন হলো এখন তো আর পড়েনা না ?
~ সাত সাগরে স্নান করে বেড়াই ,... অষ্ট প্রহর ... কত বৃষ্টি এলো গেলো ...তবু ও মনে কোথাকার ধুলো জমে থাকে কে জানে ?
~ কলকাতার ...যাদবপুরের ...লেকের পার অথবা ভিক্টোরিয়ার কি ?
~ হবে হয়তো . Eugene Trieste , হ্যামবুর্গ অথবা ফিজির তো নয় তারা সব মন ছুঁলো কই?. ডোভার লেন বা সল্ট লেকের হতে পারে!
~ তুমি সল্টলেকে এ আস ? কখনো আমাদের বাড়ি আসনি তো!
-মা কে জিজ্ঞেস করি তোমার কথা/ মা বলে তুমি আর সম্পর্ক রাখোনি!
~ সল্ট -লেক ছাড়ো/ . থাকো তো বাইরে যাকে বলে Abroad .বরং একটা প্রশ্নের জবাব দাও
- কি প্রশ্ন?
- আজকের Eiffel tower না কোনো হারিয়ে যাওয়া September বিকালে গড়ের মাঠ থেকে ভিক্টোরিয়ার পরী . আজকের Paris না সেদিন এর কলকাতা কোনটা বেশি সুন্দর বলো তো ?
~ সেদিন বোধয় কলকাতা আর আজকে বোধয় Paris
~ ঠিক বলেছো তুমি practical! Practical হওয়াটাই বিচক্ষণতার লক্ষণ! সেদিন কলকাতায় ছিলে তাই কলকাতা , আজ Paris এ তাই Paris৷
কিন্তু জান তোমার Newyork Mansion থেকে আর সেই কলকাতা কোনোদিন ও দেখা যাবেনা .. তুমি Seine নদী দু চোখে এঁকে নাও "অনাহিতা", নিয়ে যেও তোমার সাথে - Switzerland, অথবা স্পেন!
এদিকে জাহাজ এলে আমি ভেসে পড়ব. নদীর বুকে জাহাজ নিয়ে৷ ওটাই আমার ঘর বাড়ি - Les Andelys, Château-Gaillard, Port Jerome পাড় হয়ে , - আঙ্গুর ক্ষেত, ফুলের বাগান, Castle, আর সবুজ উপত্যাকার পাশ দিয়ে সাঁতার দিতে দিতে , সাগর পাড়ি দিয়ে, সিন্ থেকে একদিন পড়বো গঙ্গায়!
, দুটো নদীর কি অদ্ভুত মিল - ঘোলা জল , সাগরদ্বীপ, নয়াচর, নূরপুর, ফুলেশ্বর, সবুজ ক্ষেত, বাংলো বাড়ি ফুলের বাগান, --- এখানে আঙ্গুর, উইলো, ওয়াইল্ড বেরি , Honey Locust, Linden পপলার - ওখানে তাল নারকোল কেয়া শিমুল ,-- দেখতে দেখতে ভাসতে ভাসতে আবার আমি পৌঁছে যাবো আমার কলকাতায়! পুরানো কলকাতা! তুমি তো আকাশে উড়বে, বার্সেলোনা যে তোমার অপেক্ষায়!
~ না তুমি যা ভাবছো তা নয় . সেদিন হয়তো কলকাতা সুন্দর ছিল আজ কিন্তু প্যারিস সুন্দর তবে. সেদিন এর পর হারিয়ে যাওয়া তোমায় আজ আবার Paris এ দু মিনিট এর জন্য হলেও দেখতে পেলাম৷ কলকাতা সেদিন দারুন জমাটি ছিল, একাডেমি, নন্দন, আইনক্স, বনবিতান, নলবন, China town, নিকোপার্ক কিন্তু আজ এই দিন Paris যেন 'Salvatore Dali-র ' একটা painting হয়ে রয়ে গেলো তাই না ?
ওর দিকে একবার চাইলাম ..দেখলাম দূর আকাশের দিকে চেয়ে ও৷ মায়াবী চোখ দুটোয় যেন কোনো স্বপ্ন ভাসছে !
~ ঠিক বলেছো চলো celebrate করি . এবছর Venus,, আসছে পৃথিবী আর সুর্যের মাঝখানে , প্রেমের সহস্রাব্দ!! এমনটা হয় হাজার বছরে একবার! তাই না হারিয়ে যাওয়া আমার, আর তোমার দেখা এখানে ! জান তো দেশ বিদেশের কত মেয়েরা চায় তাদের boyfriend রা propose করুক এখানে - Eiffel tower এ, the tower of love, আর আমার সঙ্গে তোমার দেখা perhaps for one last time..., for next সাত জন্ম,
.. জান তো হিন্দু রা জন্ম জন্মান্তরের relationship এ বিশ্বাস করে! অতএব সাত জন্ম তুমি তোমার বরের থাকো আর বিদায় নেবার আগেই for one last time... lets celebrate!
~বিদায়? এখনই চলে যাবে ?
~ না তোমার প্রেমে হবো সবার কলঙ্ক ভাগী
~Celebrate..Ok কিন্তু কি ভাবে ?
- France এ celebrate of course Champagne দিয়ে! আমি Dom Perignon, সাবেকি, তুমি Veuve Clicquot -কারণ তুমি তো প্রিমা ডোনা (prima donna) leading lady living the American Dream!
চিন্তা নেই কয়েক চুমুক দিলে গন্ধ বেরোবেনা/ . Eiffel tower-er চূড়োয় দাঁড়িয়ে champagne না খেলে বুকের পাথর ফেটে , জল চোখ দিয়ে বেরোবে কি করে বলো ?
৭ জন্ম is bloody long no? And who knows if you change your mind thereafter?
~হা : হা :! চলো
~ Hey Wait. ইন্দ্রনীল আর তৃষা যদি i ফিরে এসে তোমায় খোঁজে ?
-~ 5 বছরের পুরানো বর তার বৌকে Paris এ হন্যে হয়ে খুঁজলে দারুন romantic ব্যাপার হবে!
আর মনে করো Seine নদীর পাশে, আইফেল tower এর মাইক এ আমার নাম ঘোষণা হচ্ছে সারা প্যারিস আমার নাম শুনছে আমায় খুঁজছে তাদের চোখ দিয়ে- আর আমি চুপটি করে তোমার ছায়ায় লুকিয়ে আছি, কেমন হবে বলোনা?
Eiffel tower এর ওপর থেকে . ছবির মতো লাগছে Paris কে .
শহরের গা দিয়ে তির তির করে বয়ে চলেছে Seine,
EiffelTower এর ছায়া নদীর বুকে তখন মাথা রেখে শুয়ে, দূরে দেখা যাচ্ছে l’Ile de la Cité আর Louvre museum!
Louvre এ ভেতরে বসে হাসছে দাভিঞ্চির Monalisa! আমাদের দু জনের হাতে শ্যাম্পেনের glass!
চারিপাশে আবাল বৃদ্ধা বনিতা যে যার ভালো লাগার মানুষকে ফোন করে জানাতে চাইছে এই ভালো লাগা ... এখানে উঠে আপন জনের কথা কি দারুন ভাবে মনে পড়ছে সকলের!
–.আমার আপনজন কি আমার মন থেকে ভূমিষ্ঠ হয়ে আইফেল টাওয়ারে আমার পাশে দাঁড়িয়ে?
একটা ফাঁকা জায়গায় দাঁড়ালাম আমরা! শ্যাম্পেন ওর মনে ধরছে ধীরে ধীরে!
ও গুন্ গুন্ করছে - “মনে কি দ্বিধা রেখে গেলে চলে...সে দিন ভরা সাঁঝে যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফিরালে মুখখানি ... কি কথা ছিল যে মনে মনে “
আমি বললাম -দারুন গাও এখনো! তুমি পুরোটা গাওনা৷ বেলা গড়াচ্ছে টাওয়ারের কাঁচ দিয়ে দেখা যাচ্ছে নীল আকাশে সোনালী মেঘএর ফিতে! - চুল খুলে দিয়েছে আকাশ৷ এখানে আকাশের সোনালী চুল রুপালি ফিতে
- "ভীতু ছিলে তুমি", গান থামিয়ে হঠাৎ করে বলে বসলো ও!
মIজা রঙে টিকোলো নাকে শান্ত আলোয় আবার ওর সাথে প্রেম করার সাধ জাগছে যেন
চমকে উঠলাম তাল কেটে যাওয়ায়!
- বাবার সঙ্গে দাদার সঙ্গে বিয়ে নিয়ে কথা বলতে পারতে বল্লেনা নিদেন পক্ষে আমায় নিয়ে পালতে পারতে সে সাহস ও কুলালোনা!
You Didn't deserve me. I was a fool. You were a coward! ছাড়ো সে কথা৷
বনে জঙ্গলে সাগরে নদীতে ঘুরে তুমি এতো ভীতু হলে কেন, আমার হাত ধরে নিয়ে যেতে -পারলেনI কেন?
আমি হাসলাম বললাম
-একটা কবিতা শুনবে? -
একটু শান্ত হলো ও!
-কোনটা ?
জানতাম আমার গলায় কবিতা শুনতে বড্ডো ভালোবাসতো
-যে কোনো, -ধরো ওই গোস্বামীর বিখ্যাত কবিতা মেঘবালিকা৷
আমি একটু শুরু করলাম ~
*********
-আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে
এক দিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে
“এই ছেলেটা, নাম কী রে তোর ?”
আমি বললাম, “ফুসমন্তর!”
মেঘবালিকা রেগেই আগুন,
“মিথ্যে কথা । নাম কি অমন
হয় কখনো ?”
আমি বললাম, “নিশচয়ই হয়।
আগে আমার গল্প শোনো।”
******
তারপর হঠাৎ থেমে গেলাম
পকেট হাতড়ে পার্সটা বের করলাম! তার ভেতর রয়েছে বহু পুরানো হয়ে যাওয়া কাগজ টা!
বিরক্ত হয়ে ও বললো,
~ আঃ থামলে কেন ? কাগজ দেখে পড়বে নাকি?
~ না অন্য একটা কবিতা শুনবে? দুঃখের কবিতা ? আবার জীবনের কবিতা ও ?
ও বললো,
~ বলো, Eiffel tower e দাঁড়িয়ে তোমার আবৃত্তি ই তো শুনতে চাইছি কার লেখা
~ কবিতা টা তোমার বাবার লেখা
~What!?
- হ্যা উনি ইংরেজিতে লিখেছিলেন দারুণ লেখার বাঁধুনি!
আমি কাগজ টা খুলে পড়তে লাগলাম
" Dear Nirmalya!
You are cordially invited to the wedding of our daughter Anahita with Indraneil Mukhopadhaya.
Indraneil's family is from India, West Bengal. He was born in Brooklyn, NY; did his Bachelor’s Degree from Rutgers University, Newyork, MD and Law degree from University of Utah, SC. He is currently working as a corporate lawyer for Unilever in New Brunswick, NJ. Gratuitous to say, he is an American Citizen for long,.holding Green Card .
My daughter Anahita , was born in Calcutta WestBengal; did her Bachelor of Engineering Degree in Electronics and Communication Engineering from the prestigious Jadavpur University - one of the best universities in India and shall be soon moving to USA to join NASA Houston.
Both Anahita and Neil's grandfathers are in India and we are lucky to have them grace the occasion with their presence.
Wedding ceremony will be held in Saltlake on Sunday, January 26th.
Please attend the wedding and wish the young couple.
Neil's family will be arriving in the 1st week of January and head back to New Jersey on Jan 30th.
Looking forward to heari back from you.
PS: You being a close Friend of Anahita, I do believe you shall do everything in your influence to make this marriage a success.
Settling in USA will be an important milestone for her in life. I consider you a part of our family and together we must see that her journey to the future bodes well as she boards the Aircraft to her Great American dream.
May I get your word of honor? Wouldn’t you promise me, your steadfast support to her dreams?
Soliciting your presence
With best wishes
.....
[Anahita's Dad]
অইফেল টাওয়ারের অক্লান্ গুঞ্জনের মাঝেও ওর ফুঁপিয়ে কাঁদার শব্দ কানে এল!
--কেঁদোনা ওঁর কোনো দোষ নেই/ সব বাবাই তার মেয়ের জন্য বেস্ট চান ,
শুধু জান তোমায় বলা হয়নি কখনো, আমার মা তিল তিল করে সোনা জমিয়ে তোমার জন্যে একটা হার বানিয়ে রেখেছিলেন; তোমার বিয়ে অন্য জায়গায় হচ্ছে শুনে বলেছিলেন তোমার বিয়েতে ওটা গিফট দিয়ে দিতে - আমি দিইনি কেন জান তোমার অত জৌলুসের বিয়ে বাড়িতে আমার মার হৃদয় অবহেলায় গড়াগড়ি খেত!
তোমার Next Anniversary কলকাতায় করো আমি দিয়ে আসবো!
ওর দিকে আর চোখে চাইলাম অপাপবিদ্ধ অনাহিতা - ঠোঁট কামড়ে মনের ভূমিকম্প অন্তরে আটকে রেখেছে - ওর চেহারাটা এমনই থাকে আমার মনে!
-তারপর জয় গোস্বামীর কবিতা টা শোনো নামতে নামতে আমি বলতে লাগলাম/
*******
এক পৃথিবী লিখব আমি
এক পৃথিবী লিখব বলে
ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম
ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম
গহন বনে,মেঘের দেশে, সাগর পাড়ে
সঙ্গী শুধু কাগজ কলম…...
*********
@অমিত
----. -------. May I get your word of honor? Wouldn’t you promise me, your steadfast support to her dreams
Soliciting your presence
With best wishes
YYYYYY
Mail টা বন্ধ করে দিলাম স্টেশন এসে গেছে আমায় নামতে হবে৷ Mail টা গত কয়েক বছর ধরে আমি -মাঝে মাঝেই পড়ি৷ এর জবাব আমার কখনো আর দাওয়া হলোনা৷
নাবিক আমি, জাহাজ আসার অপেক্ষায় রয়েছি ফ্রান্সের Le Havre শহরে৷ শুক্রবার থেকে আছি, তাই রবিবার hotel থেকে বেরিয়ে প্যারিস এসে পরলাম ট্রেন ধরে - জাহাজ আসতে আরো দুদিন লাগবে৷
Champ de Mars স্টেশন থেকে বাসে চড়ে আইফেল টাওয়ার
হঠাৎই অকল্পনীয়~ ওর সাথে দেখা...একদম আইফেল টাওয়ার এর নীচে৷
চমকে উঠলাম ওটা ও ই তো - না কি ভুল দেখছি! হ্যাঁ কোনো সন্দেহ নেই ও ই৷ বাব্বাঃ কত বছর পর আবার ও , আবার দেখা পাবো ভাবিনি৷ কি অদ্ভুত সংযোগ
কাছে এগোলাম!
ও বললো
~ আরে নির্মাল্য ?
আমি বললাম
আরে ---- অনাহিতা, তুমি ...এখানে ?
~ Vacation এ এসেছি .
~ও তাই ? তা ফ্রান্স টুর না আরো কোথাও ?
- না আরো বেশ কিছু জায়গা আছে, Actually Europe Tour!
- ও তাইতো তা এরপর কোথায়?
~"এখiন থেকে স্পেন ~ মাদ্রিদ মালাগা, বার্সেলোনা , লম্বা দৌড়!"
এক নিঃশ্বাসে কথা গুলো বলে থামলো
,
--তারপর ?
- Indraneil ইতালি প্রেমিক ~ নেপলস, জেনোভা, রোম, Pisa , এবং সবার শেষে Of Course Switzerland এর ~ Geneva n Zurich...
~Ofcourse...Switzerland right কিন্তু ... your family? ইন্দ্রনীল তোমার মেয়ে তারা কোথায়?.....?
~আমার মেয়ে আর ওর বাবা ... বাইসাইকেল নিয়ে Nostradamas গেছে
~ নোতোরডাম ও হো : হো: .. তুমি যাওনি?
~না , Seine নদীর পাড়ে বসে নদীর বুকে , আইফেল টাওয়ার এর ছায়া দেখছি, দেখো ঢেউয়েরা কত চেষ্টা করে - চলেছে ছায়া টাকে দূর নিয়ে যাবার, তবু নদীর বুক থেকে ছায়া মোটেও সরছেনা!
~ এখনো আকাশ মাঠ শহর দেখতে দেখতে একলা হারিয়ে যাও বুঝি?
~ হারাই কখনো কখনো ....তুমি হারাওনা - ?
~ হা: ! হা: ! আমার হারালে চলেনা . যেদিন থেকে তুমি হারিয়ে গেছো --- আমি তো হারিয়ে যাবার রাস্তাই হারিয়ে ফেলেছি! এখন নিজের জীবন নিজেকেই সামলাতে হয় যে
~ হুম বুঝলাম ..আচ্ছা মশাই , ..তো এখানে , কাজ না ছুটি ?
~ কাজ ! কাজই বটে ! Eiffel Tower ঝাঁট দিতে এসেছি, বলে আমি হাসলাম !
কুড়িয়ে তোলা ধুলো নিয়ে Champs Elysees ধরে হাটতে হাটতে ফু দিয়ে আকাশে উড়িয়ে দেব! অাইফেল টাওয়ারের ধুলো ভালোবাসার ধুলো! আমার গুঁড়ো গুঁড়ো হৃদয়! বাতাসে ফরাসি সুন্দরীদের চোখে মুখে চুলে লেগে থাকবে!
.
~ বাহ্ ! কাব্য তোমায় ছাড়েনি দেখছি ৷
~ আমিও তো কবিতা কে ছাড়িনি৷ আর আজ অনেকদিন বাদে কবিতার সাথে হঠাৎ দেখা হয়ে গেলো যে !
~বুঝলাম কবিতা কে ছাড়োনি আরো কি কি ধরে রেখেছো ? যাযাবরের মতো হঠাৎ উধাও হওয়া বনে জঙ্গলে টো টো করা, সাতকোশিয়া কুলডিহি বাংরিপোসি লোধাশুলির শাল মহুয়া জিহারুল পুটুশ এর জঙ্গলে রাতের পর রাত হারিয়ে যাওয়া ?!
~ আস্তে আস্তে অনেক কিছু বদলেছে তবে মনে যা যা যত্নে রেখেছি ...সব রয়ে গেছে . ছাড়াতে চাইলেও ছাড়েনা . ঘুরে ফিরে মনেই বাসা বাঁধে!
~ পথের ধুলো পথেই উড়িয়ে দেবে ? তুমি তো ঘর ছেড়ে বিশ্ব পথিক !
~ধুলো বাতাসে উড়িয়ে না দিলে তাতে যে মাটির গন্ধ জাগে -বড় মায়া পড়ে যায়!
~ কি ভাবে ওড়াবে ? আমার চোখে ধুলো ঢুকলে যে ভাবে ওড়াতে ফু দিতে ?
পাহাড়ের বাঁকে তিস্তার মতো হাসি খেলে গেলো ওর ঠোঁটে!
~ তুমি যাওয়ার পর থেকে ও -ভাবেই একলা রাতে ছাদে দাঁড়িয়ে অতীত কে ও ওড়াতাম ফু দিয়ে ,. কিন্তু একটু পরেই গায়ে মাথায় আবার সব -পুরোটাই ঝরে পড়তো , গুঁড়ো গুঁড়ো তোমার ধুলো!
~ অনেকদিন হলো এখন তো আর পড়েনা না ?
~ সাত সাগরে স্নান করে বেড়াই ,... অষ্ট প্রহর ... কত বৃষ্টি এলো গেলো ...তবু ও মনে কোথাকার ধুলো জমে থাকে কে জানে ?
~ কলকাতার ...যাদবপুরের ...লেকের পার অথবা ভিক্টোরিয়ার কি ?
~ হবে হয়তো . Eugene Trieste , হ্যামবুর্গ অথবা ফিজির তো নয় তারা সব মন ছুঁলো কই?. ডোভার লেন বা সল্ট লেকের হতে পারে!
~ তুমি সল্টলেকে এ আস ? কখনো আমাদের বাড়ি আসনি তো!
-মা কে জিজ্ঞেস করি তোমার কথা/ মা বলে তুমি আর সম্পর্ক রাখোনি!
~ সল্ট -লেক ছাড়ো/ . থাকো তো বাইরে যাকে বলে Abroad .বরং একটা প্রশ্নের জবাব দাও
- কি প্রশ্ন?
- আজকের Eiffel tower না কোনো হারিয়ে যাওয়া September বিকালে গড়ের মাঠ থেকে ভিক্টোরিয়ার পরী . আজকের Paris না সেদিন এর কলকাতা কোনটা বেশি সুন্দর বলো তো ?
~ সেদিন বোধয় কলকাতা আর আজকে বোধয় Paris
~ ঠিক বলেছো তুমি practical! Practical হওয়াটাই বিচক্ষণতার লক্ষণ! সেদিন কলকাতায় ছিলে তাই কলকাতা , আজ Paris এ তাই Paris৷
কিন্তু জান তোমার Newyork Mansion থেকে আর সেই কলকাতা কোনোদিন ও দেখা যাবেনা .. তুমি Seine নদী দু চোখে এঁকে নাও "অনাহিতা", নিয়ে যেও তোমার সাথে - Switzerland, অথবা স্পেন!
এদিকে জাহাজ এলে আমি ভেসে পড়ব. নদীর বুকে জাহাজ নিয়ে৷ ওটাই আমার ঘর বাড়ি - Les Andelys, Château-Gaillard, Port Jerome পাড় হয়ে , - আঙ্গুর ক্ষেত, ফুলের বাগান, Castle, আর সবুজ উপত্যাকার পাশ দিয়ে সাঁতার দিতে দিতে , সাগর পাড়ি দিয়ে, সিন্ থেকে একদিন পড়বো গঙ্গায়!
, দুটো নদীর কি অদ্ভুত মিল - ঘোলা জল , সাগরদ্বীপ, নয়াচর, নূরপুর, ফুলেশ্বর, সবুজ ক্ষেত, বাংলো বাড়ি ফুলের বাগান, --- এখানে আঙ্গুর, উইলো, ওয়াইল্ড বেরি , Honey Locust, Linden পপলার - ওখানে তাল নারকোল কেয়া শিমুল ,-- দেখতে দেখতে ভাসতে ভাসতে আবার আমি পৌঁছে যাবো আমার কলকাতায়! পুরানো কলকাতা! তুমি তো আকাশে উড়বে, বার্সেলোনা যে তোমার অপেক্ষায়!
~ না তুমি যা ভাবছো তা নয় . সেদিন হয়তো কলকাতা সুন্দর ছিল আজ কিন্তু প্যারিস সুন্দর তবে. সেদিন এর পর হারিয়ে যাওয়া তোমায় আজ আবার Paris এ দু মিনিট এর জন্য হলেও দেখতে পেলাম৷ কলকাতা সেদিন দারুন জমাটি ছিল, একাডেমি, নন্দন, আইনক্স, বনবিতান, নলবন, China town, নিকোপার্ক কিন্তু আজ এই দিন Paris যেন 'Salvatore Dali-র ' একটা painting হয়ে রয়ে গেলো তাই না ?
ওর দিকে একবার চাইলাম ..দেখলাম দূর আকাশের দিকে চেয়ে ও৷ মায়াবী চোখ দুটোয় যেন কোনো স্বপ্ন ভাসছে !
~ ঠিক বলেছো চলো celebrate করি . এবছর Venus,, আসছে পৃথিবী আর সুর্যের মাঝখানে , প্রেমের সহস্রাব্দ!! এমনটা হয় হাজার বছরে একবার! তাই না হারিয়ে যাওয়া আমার, আর তোমার দেখা এখানে ! জান তো দেশ বিদেশের কত মেয়েরা চায় তাদের boyfriend রা propose করুক এখানে - Eiffel tower এ, the tower of love, আর আমার সঙ্গে তোমার দেখা perhaps for one last time..., for next সাত জন্ম,
.. জান তো হিন্দু রা জন্ম জন্মান্তরের relationship এ বিশ্বাস করে! অতএব সাত জন্ম তুমি তোমার বরের থাকো আর বিদায় নেবার আগেই for one last time... lets celebrate!
~বিদায়? এখনই চলে যাবে ?
~ না তোমার প্রেমে হবো সবার কলঙ্ক ভাগী
~Celebrate..Ok কিন্তু কি ভাবে ?
- France এ celebrate of course Champagne দিয়ে! আমি Dom Perignon, সাবেকি, তুমি Veuve Clicquot -কারণ তুমি তো প্রিমা ডোনা (prima donna) leading lady living the American Dream!
চিন্তা নেই কয়েক চুমুক দিলে গন্ধ বেরোবেনা/ . Eiffel tower-er চূড়োয় দাঁড়িয়ে champagne না খেলে বুকের পাথর ফেটে , জল চোখ দিয়ে বেরোবে কি করে বলো ?
৭ জন্ম is bloody long no? And who knows if you change your mind thereafter?
~হা : হা :! চলো
~ Hey Wait. ইন্দ্রনীল আর তৃষা যদি i ফিরে এসে তোমায় খোঁজে ?
-~ 5 বছরের পুরানো বর তার বৌকে Paris এ হন্যে হয়ে খুঁজলে দারুন romantic ব্যাপার হবে!
আর মনে করো Seine নদীর পাশে, আইফেল tower এর মাইক এ আমার নাম ঘোষণা হচ্ছে সারা প্যারিস আমার নাম শুনছে আমায় খুঁজছে তাদের চোখ দিয়ে- আর আমি চুপটি করে তোমার ছায়ায় লুকিয়ে আছি, কেমন হবে বলোনা?
Eiffel tower এর ওপর থেকে . ছবির মতো লাগছে Paris কে .
শহরের গা দিয়ে তির তির করে বয়ে চলেছে Seine,
EiffelTower এর ছায়া নদীর বুকে তখন মাথা রেখে শুয়ে, দূরে দেখা যাচ্ছে l’Ile de la Cité আর Louvre museum!
Louvre এ ভেতরে বসে হাসছে দাভিঞ্চির Monalisa! আমাদের দু জনের হাতে শ্যাম্পেনের glass!
চারিপাশে আবাল বৃদ্ধা বনিতা যে যার ভালো লাগার মানুষকে ফোন করে জানাতে চাইছে এই ভালো লাগা ... এখানে উঠে আপন জনের কথা কি দারুন ভাবে মনে পড়ছে সকলের!
–.আমার আপনজন কি আমার মন থেকে ভূমিষ্ঠ হয়ে আইফেল টাওয়ারে আমার পাশে দাঁড়িয়ে?
একটা ফাঁকা জায়গায় দাঁড়ালাম আমরা! শ্যাম্পেন ওর মনে ধরছে ধীরে ধীরে!
ও গুন্ গুন্ করছে - “মনে কি দ্বিধা রেখে গেলে চলে...সে দিন ভরা সাঁঝে যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফিরালে মুখখানি ... কি কথা ছিল যে মনে মনে “
আমি বললাম -দারুন গাও এখনো! তুমি পুরোটা গাওনা৷ বেলা গড়াচ্ছে টাওয়ারের কাঁচ দিয়ে দেখা যাচ্ছে নীল আকাশে সোনালী মেঘএর ফিতে! - চুল খুলে দিয়েছে আকাশ৷ এখানে আকাশের সোনালী চুল রুপালি ফিতে
- "ভীতু ছিলে তুমি", গান থামিয়ে হঠাৎ করে বলে বসলো ও!
মIজা রঙে টিকোলো নাকে শান্ত আলোয় আবার ওর সাথে প্রেম করার সাধ জাগছে যেন
চমকে উঠলাম তাল কেটে যাওয়ায়!
- বাবার সঙ্গে দাদার সঙ্গে বিয়ে নিয়ে কথা বলতে পারতে বল্লেনা নিদেন পক্ষে আমায় নিয়ে পালতে পারতে সে সাহস ও কুলালোনা!
You Didn't deserve me. I was a fool. You were a coward! ছাড়ো সে কথা৷
বনে জঙ্গলে সাগরে নদীতে ঘুরে তুমি এতো ভীতু হলে কেন, আমার হাত ধরে নিয়ে যেতে -পারলেনI কেন?
আমি হাসলাম বললাম
-একটা কবিতা শুনবে? -
একটু শান্ত হলো ও!
-কোনটা ?
জানতাম আমার গলায় কবিতা শুনতে বড্ডো ভালোবাসতো
-যে কোনো, -ধরো ওই গোস্বামীর বিখ্যাত কবিতা মেঘবালিকা৷
আমি একটু শুরু করলাম ~
*********
-আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে
এক দিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে
“এই ছেলেটা, নাম কী রে তোর ?”
আমি বললাম, “ফুসমন্তর!”
মেঘবালিকা রেগেই আগুন,
“মিথ্যে কথা । নাম কি অমন
হয় কখনো ?”
আমি বললাম, “নিশচয়ই হয়।
আগে আমার গল্প শোনো।”
******
তারপর হঠাৎ থেমে গেলাম
পকেট হাতড়ে পার্সটা বের করলাম! তার ভেতর রয়েছে বহু পুরানো হয়ে যাওয়া কাগজ টা!
বিরক্ত হয়ে ও বললো,
~ আঃ থামলে কেন ? কাগজ দেখে পড়বে নাকি?
~ না অন্য একটা কবিতা শুনবে? দুঃখের কবিতা ? আবার জীবনের কবিতা ও ?
ও বললো,
~ বলো, Eiffel tower e দাঁড়িয়ে তোমার আবৃত্তি ই তো শুনতে চাইছি কার লেখা
~ কবিতা টা তোমার বাবার লেখা
~What!?
- হ্যা উনি ইংরেজিতে লিখেছিলেন দারুণ লেখার বাঁধুনি!
আমি কাগজ টা খুলে পড়তে লাগলাম
" Dear Nirmalya!
You are cordially invited to the wedding of our daughter Anahita with Indraneil Mukhopadhaya.
Indraneil's family is from India, West Bengal. He was born in Brooklyn, NY; did his Bachelor’s Degree from Rutgers University, Newyork, MD and Law degree from University of Utah, SC. He is currently working as a corporate lawyer for Unilever in New Brunswick, NJ. Gratuitous to say, he is an American Citizen for long,.holding Green Card .
My daughter Anahita , was born in Calcutta WestBengal; did her Bachelor of Engineering Degree in Electronics and Communication Engineering from the prestigious Jadavpur University - one of the best universities in India and shall be soon moving to USA to join NASA Houston.
Both Anahita and Neil's grandfathers are in India and we are lucky to have them grace the occasion with their presence.
Wedding ceremony will be held in Saltlake on Sunday, January 26th.
Please attend the wedding and wish the young couple.
Neil's family will be arriving in the 1st week of January and head back to New Jersey on Jan 30th.
Looking forward to heari back from you.
PS: You being a close Friend of Anahita, I do believe you shall do everything in your influence to make this marriage a success.
Settling in USA will be an important milestone for her in life. I consider you a part of our family and together we must see that her journey to the future bodes well as she boards the Aircraft to her Great American dream.
May I get your word of honor? Wouldn’t you promise me, your steadfast support to her dreams?
Soliciting your presence
With best wishes
.....
[Anahita's Dad]
অইফেল টাওয়ারের অক্লান্ গুঞ্জনের মাঝেও ওর ফুঁপিয়ে কাঁদার শব্দ কানে এল!
--কেঁদোনা ওঁর কোনো দোষ নেই/ সব বাবাই তার মেয়ের জন্য বেস্ট চান ,
শুধু জান তোমায় বলা হয়নি কখনো, আমার মা তিল তিল করে সোনা জমিয়ে তোমার জন্যে একটা হার বানিয়ে রেখেছিলেন; তোমার বিয়ে অন্য জায়গায় হচ্ছে শুনে বলেছিলেন তোমার বিয়েতে ওটা গিফট দিয়ে দিতে - আমি দিইনি কেন জান তোমার অত জৌলুসের বিয়ে বাড়িতে আমার মার হৃদয় অবহেলায় গড়াগড়ি খেত!
তোমার Next Anniversary কলকাতায় করো আমি দিয়ে আসবো!
ওর দিকে আর চোখে চাইলাম অপাপবিদ্ধ অনাহিতা - ঠোঁট কামড়ে মনের ভূমিকম্প অন্তরে আটকে রেখেছে - ওর চেহারাটা এমনই থাকে আমার মনে!
-তারপর জয় গোস্বামীর কবিতা টা শোনো নামতে নামতে আমি বলতে লাগলাম/
*******
এক পৃথিবী লিখব আমি
এক পৃথিবী লিখব বলে
ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম
ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম
গহন বনে,মেঘের দেশে, সাগর পাড়ে
সঙ্গী শুধু কাগজ কলম…...
*********
@অমিত
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.