Thursday, 15 November 2012

কোলার জন্মদিনের কবিতা: প্রতি-উপহার

আজ ১৫ই নভেম্বর,২০১২ কোলার জন্মদিন। শুভেচ্ছা জানিয়ে মেল করেছিলাম।

" আমাদের ঠেক-র অন্যতম গল্পকার, কবি, ঠেক থেকে কলকাতা ফুটবল লীগে পাঠানো একমাত্র খেলুড়ে এবং ডেনিস লিলির সুযোগ্য ও স্বনামধন্য ছাত্র, শ্রী কোলা সেন-র জন্মদিনে রইল আমাদের সক্কলের তরফ থেকে, অনেক শুভেচ্ছা ও ভালবাসা। "‌‌

তার উত্তরে কোলা এই কবিতাটা পাঠিয়ে দিল:

----------------------------------------------------------------------
আমি বহুদিন বাদে আবার বেগুণি হলাম ...
তারপর সূর্যোদয়ের আকাশ হলাম ...
সেই বিকেলে ভোরের ফুল হলাম ...
নিঝুম সন্ধ্যায় - দক্ষিনের বাতাস হয়ে,
কার ঠোঁটে গানের কলি ছুঁয়ে গেলাম।
নিশুতি রাতে ইরা নক্ষত্র হলাম ...
তোমার চেখের আলো বকের ডানা থেকে 
ধার করে নিলাম ...
তারপর শিউলির বুকে শিশির হয়ে তোমার ঘুম ভাংগালাম ...
আমি আবার বেগুণি হলাম।

-- কোলা 

পুন:  শালা, গীটার থাকলে গান বানিয়ে ফেলতাম; CATCH LINE হতো - 'আমি বেগুণি হলাম'

------------------------------------------------------------------------------------------------

আমার সংযোজন -  আফশোষের কথা, কোলার কবিতার শব্দচয়নে মনভরানো মাধূর্য আছে; কিন্তু ওর অপরিসীম ইচ্ছা ও চেষ্টা সত্বেও কোলার গানটা কালোয়াতিই রয়ে গেছে। তাই, গীটারটা হাতের কাছে না থাকাতে বোধহয় ভালই হয়েছে :-)

-- নির্মাল্য

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.