কিছুদিন আগে এই উদ্ধৃতিটা tweet করেছিলাম; পরে ফেসবুকেও তুলে দিয়েছিলাম;
এখন মনে হল ঠেকের সাথে আলাদা ভাবে share করি। এত সত্যি কথা কিন্তু কি
সহজভাবে বলা! ভারতবর্ষের জন্য তো যথাযথভাবে প্রযোজ্য:
"A developed country is not a place where the poor have cars. It's where the rich use public transportation." Mayor of Bogota (Columbia)
লন্ডনে টিউবরেল-এ শহরের মেয়রের পাশে দাঁড়িয়ে ভ্রমণ করার সুযোগ হয়েছে; NIITর বন্ধু সুদীপ্ত (ঠেকে বারকয়েক এসেছে) চিনিয়ে দিয়েছিল। ডাবলিনে দেখেছি শহরের মেয়র পারিষদের সভ্য-সভ্যারা রাস্তায় হেঁটে হেঁটে লোকজনের সাথে কথা বলছেন, practical problems কি কি হচ্ছে জানতে এবং সাথে ঠাট্টা-ইয়ারকিও চলছে। মিউনিখ থেকে ফ্রাংকফুটের overnight ট্রেনযাত্রাকালে দেখেছি কোন এক উচ্চপদস্থ রেল-আধিকারিক ও তার সহকর্মীরা আমারই পাশে বসে কফি ও সিগারেট সহযোগে আলোচনা করছেন, সংগে ট্রেণের Chief Conductor!
উন্নত নয়, উন্নয়নশীল দেশ হয়ে থেকে যাওয়াটাই বোধহয় আমাদের ভবিতব্য!
"A developed country is not a place where the poor have cars. It's where the rich use public transportation." Mayor of Bogota (Columbia)
লন্ডনে টিউবরেল-এ শহরের মেয়রের পাশে দাঁড়িয়ে ভ্রমণ করার সুযোগ হয়েছে; NIITর বন্ধু সুদীপ্ত (ঠেকে বারকয়েক এসেছে) চিনিয়ে দিয়েছিল। ডাবলিনে দেখেছি শহরের মেয়র পারিষদের সভ্য-সভ্যারা রাস্তায় হেঁটে হেঁটে লোকজনের সাথে কথা বলছেন, practical problems কি কি হচ্ছে জানতে এবং সাথে ঠাট্টা-ইয়ারকিও চলছে। মিউনিখ থেকে ফ্রাংকফুটের overnight ট্রেনযাত্রাকালে দেখেছি কোন এক উচ্চপদস্থ রেল-আধিকারিক ও তার সহকর্মীরা আমারই পাশে বসে কফি ও সিগারেট সহযোগে আলোচনা করছেন, সংগে ট্রেণের Chief Conductor!
উন্নত নয়, উন্নয়নশীল দেশ হয়ে থেকে যাওয়াটাই বোধহয় আমাদের ভবিতব্য!
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.