সুজয়ের ডাইরী থেকে পাওয়া কবিতা, সংগ্রাহক কোলা। কবে, কোথায় লেখা হয়েছিল কোলা জানায়নি।
হাজার বছর ধরে আমি নেশা করিয়াছি,
পৃথিবীর পথে-ঘাটে অথবা নদীর নরম পলি তে,
সিংহল সমুদ্র থেকে হিমালয় পাদদেশে
পার্ক স্ট্রীট এর আলো-আঁধারীর অলি-গলিতে।
{
গেছিলাম সায়েন্স কলেজে খুঁজতে শান্তি
পাই নি সেই কালো হরিণ চোখে,
ফিরে এসে গেছিলাম বোতল নিয়ে বসে।
} সন্জীবের সংযোজন
রাম, হুইস্কি, বাংলা অথবা চুল্লুর ধূসর জগতে
সেখানেও আছি আমি
আরো দূর অন্ধকার খালপাড়ে আমি ক্লান্তপ্রাণ এক মাতাল
চারিদিকে জীবন-উন্মাদ নেশার কোলাহল,
আমায় দু-দন্ড শান্তি দিয়েছিল শকুন্তলার ছুঁয়ে দেওয়া
একটি ঠান্ডা বীয়ারের বোতল।
হাজার বছর ধরে আমি নেশা করিয়াছি,
পৃথিবীর পথে-ঘাটে অথবা নদীর নরম পলি তে,
সিংহল সমুদ্র থেকে হিমালয় পাদদেশে
পার্ক স্ট্রীট এর আলো-আঁধারীর অলি-গলিতে।
{
গেছিলাম সায়েন্স কলেজে খুঁজতে শান্তি
পাই নি সেই কালো হরিণ চোখে,
ফিরে এসে গেছিলাম বোতল নিয়ে বসে।
} সন্জীবের সংযোজন
রাম, হুইস্কি, বাংলা অথবা চুল্লুর ধূসর জগতে
সেখানেও আছি আমি
আরো দূর অন্ধকার খালপাড়ে আমি ক্লান্তপ্রাণ এক মাতাল
চারিদিকে জীবন-উন্মাদ নেশার কোলাহল,
আমায় দু-দন্ড শান্তি দিয়েছিল শকুন্তলার ছুঁয়ে দেওয়া
একটি ঠান্ডা বীয়ারের বোতল।
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.