Sunday, 13 November 2011

কোলার ই-মেল থেকে তুলে আনা (১২ই নভেম্বর, ২০১১)

বন্ধু, পশ্চিমি দুনিয়া-গোভাগাড়ের হাল। শ্মশানের রাজা হয়ে আর কি হবে? আমার ড্যানিশ কোম্পানী ৪০ জনকে কাজ থেকে বসিয়ে দিল।

কিছুদিন বাদে দেখবে, 'কাজের লোক চাই গো-ও-ও-ও?' ব'লে ইটালিয়ান আর গ্রীকো কাজের মাসীরা ঘুরছে আর হাঁক পাড়ছে। ও দেশের ছেলেমেয়েরা স্বপ্ন দেখবে ব'ড় হয়ে ইন্ডিয়া যাবে ব'লে - ইন্ডিয়াতে না কি কত ব'ড় ব'ড় চাকরী পাওয়া যায়! আবার কেউ কেউ, যারা কাজ করে নি সারা জীবন, তারা তো ইন্ডিয়া আসতে চাইবেই! কারণ এখানে আদিবাসী গ্রামে ৪০ ইউরোতেই না কি মাসের গুজারা হয়ে যায়।এতদিন এই পয়সাটা ওরা মদের বোতলের পেছনে ঢালত।

আমরা ভিসা দেব না; যথেষ্ট ব্যাংক বালান্স আছে কি না জিগ্গেস করব; এখানে সেটল হওযা চলবে না; আমাদের মেযেরা যদি বিয়ে করে তবেই ভোটার কার্ড পাবে; আমাদের দুধওয়ালা, কাগজওয়ালা, মাছের বটিওযালা, মযলাওযালা। সব আমেরিকান কালো বা সাদা বা ইুরোপীয়ান হবে।গাড়ী ধোবে জনি, বাসন মাজবে লেনী, রিস্কা টানবে alphabetasinecos (এটা গ্রীকো নাম), ট্যাকসি চালাবে হ্যারী; পাকিস্তান আর আমাদের currency common Visa হবে; তিব্বতে হবে ফ্রী ইকনমিক জোন; আন্দামানে খোলা হবে বড় আযুর্বেদিক চিকিতসালয; আকুপাংচার আর আযুর্বদ হবে দুনিযার সেরা চিকিত্সাপদ্ধতি; জারোযারা গাছের শিকড়বাকড় চেনাবে বিদেশী ছাত্রদের।

সুইস ব্যাংকের কালাধন দেশে ফিরে আসবে; সারাজীবন ওদের দেশে ব্যাংক হলিডে হয়ে যাবে; আমাদের ফিল্ম প্রোডাকশন কোম্পানীগুলি একেকটা পাহাড় কিনে ফেলবে শুধু শুটিং করার জন্য; হলিউড আর বলিউড মিলেমিশে যাবে; ওদেশের এক্সট্রারা আঁটোসাঁটো পোশাক পরে এদেশের IPL অথবা formula one-র পতাকা ওড়াবে আর নাচগান করবে।

মেসি খেলবেন মোহনবাগানে বা ইষ্টবেংগলে, ব্যারেটো খেলবেন ইংলিশ প্রিমিযার লিগে; ওদেশের লিগ আর কেউ দেখবে না; Ambassador দুনিয়ার সবচেয়ে বিলাসবহুল গাড়ী হবে; আমাদের ফুচকাওযালার পলিথিনের গ্লভস পরে ছোট রেফ্রিজারেটর নিয়ে ঠেলা লাগাবে আর বাদাম বা ভেলপুরীওয়ালারা সাথে মাইক্রোওভেন নিয়ে ফেরী করবে; লোকাল FM-এ ফেরীওশালাদের নাম রেজিষ্টারড থাকবে; আমরাই প্থম ডাযমন্ড হারবার রোডের নীচে সুড়ংগ কেটে গংগার জল ঢুকিয়ে জাহাজ চালাব মনুমেন্টের নীচে অবধি; জাহাজীরা সুড়ংগ থেকে উঠেই ভিক্টোরিয়া মেমোরিয়াল অথবা পার্ক স্ট্রীট দেখবে; এখানেই থেকে যাবার বাসনা প্রকাশ করবে;

রাজা হও বন্ধু, আরও কত কি হয়ে যাবে!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.