Wednesday, 28 November 2012

সেনসাহেবের ডাইরী থেকে

সুজয়ের ডাইরী থেকে পাওয়া কবিতা, সংগ্রাহক কোলা। কবে, কোথায় লেখা হয়েছিল কোলা জানায়নি।

হাজার বছর ধরে আমি নেশা করিয়াছি,
পৃথিবীর পথে-ঘাটে অথবা নদীর নরম পলি তে,
সিংহল সমুদ্র থেকে হিমালয় পাদদেশে
পার্ক স্ট্রীট এর আলো-আঁধারীর অলি-গলিতে।

{
গেছিলাম সায়েন্স কলেজে খুঁজতে শান্তি
পাই নি সেই কালো হরিণ চোখে,
ফিরে এসে গেছিলাম বোতল নিয়ে বসে।
}                                                 সন্জীবের সংযোজন

রাম, হুইস্কি, বাংলা অথবা চুল্লুর ধূসর জগতে
সেখানেও আছি আমি
আরো দূর অন্ধকার খালপাড়ে আমি ক্লান্তপ্রাণ এক মাতাল
চারিদিকে জীবন-উন্মাদ নেশার কোলাহল,
আমায় দু-দন্ড শান্তি দিয়েছিল শকুন্তলার ছুঁয়ে দেওয়া
একটি ঠান্ডা বীয়ারের বোতল।

Saturday, 24 November 2012







দোর্দন্ডপ্রতাপ সেনসাহেবের সাথে ওনার কাশ্মীরযাত্রার প্রাক্বালে, কলকাতা এয়ারপোর্টে। ওনার সিকিউরিটি স্টাফদের অনেক অনুনয় করার পর অনুমতি মিলেছিল।

ভিতরের খবর: এক্সট্রা মালের জন্য ভাড়া গুনতে হয়েছিল ওনাকে, যার শতকরা ৭০ ভাগ ছিল বিভিন্ন ধরনের মালের বোতল!

রোমান্টিকোলা!





নৈণিতালের লেকে নৌকাবিহার করছেন শ্রীমতি ও শ্রী কোলা (সমাস: কোলাকুলি)। সময়টা বোধহয় ২০১১ সাল। লক্ষ্যনীয় যে কোলা কোন লাইফজ্যাকেট পরে নি। পদার্থবিদ্যাগত (archimedes' principle) কারণে ওর দরকার পরে না বোধহয়! :-)

কোলাকে জিগ্গাসা করেছিলাম এইরকম রোমান্টিক expression টা ও মুখের ওপর নিয়ে এল কি করে। ও বিনয়ের সাথে জানাল যে চিত্রনির্দেশকের direction টা শুধু যথাযথভাবে পালন করেছে মাত্র।

Thursday, 15 November 2012

কোলার জন্মদিনের কবিতা: প্রতি-উপহার

আজ ১৫ই নভেম্বর,২০১২ কোলার জন্মদিন। শুভেচ্ছা জানিয়ে মেল করেছিলাম।

" আমাদের ঠেক-র অন্যতম গল্পকার, কবি, ঠেক থেকে কলকাতা ফুটবল লীগে পাঠানো একমাত্র খেলুড়ে এবং ডেনিস লিলির সুযোগ্য ও স্বনামধন্য ছাত্র, শ্রী কোলা সেন-র জন্মদিনে রইল আমাদের সক্কলের তরফ থেকে, অনেক শুভেচ্ছা ও ভালবাসা। "‌‌

তার উত্তরে কোলা এই কবিতাটা পাঠিয়ে দিল:

----------------------------------------------------------------------
আমি বহুদিন বাদে আবার বেগুণি হলাম ...
তারপর সূর্যোদয়ের আকাশ হলাম ...
সেই বিকেলে ভোরের ফুল হলাম ...
নিঝুম সন্ধ্যায় - দক্ষিনের বাতাস হয়ে,
কার ঠোঁটে গানের কলি ছুঁয়ে গেলাম।
নিশুতি রাতে ইরা নক্ষত্র হলাম ...
তোমার চেখের আলো বকের ডানা থেকে 
ধার করে নিলাম ...
তারপর শিউলির বুকে শিশির হয়ে তোমার ঘুম ভাংগালাম ...
আমি আবার বেগুণি হলাম।

-- কোলা 

পুন:  শালা, গীটার থাকলে গান বানিয়ে ফেলতাম; CATCH LINE হতো - 'আমি বেগুণি হলাম'

------------------------------------------------------------------------------------------------

আমার সংযোজন -  আফশোষের কথা, কোলার কবিতার শব্দচয়নে মনভরানো মাধূর্য আছে; কিন্তু ওর অপরিসীম ইচ্ছা ও চেষ্টা সত্বেও কোলার গানটা কালোয়াতিই রয়ে গেছে। তাই, গীটারটা হাতের কাছে না থাকাতে বোধহয় ভালই হয়েছে :-)

-- নির্মাল্য