আজ হোক না রং ফ্যাকাসে
তোমার আমার আকাশে
চাঁদের হাসি যতই হোক না ক্লান্ত /
বৃষ্টি নামুক নাই বা নামুক
ঝড় উঠুক নাইবা উঠুক
ফুল ফুটুক নাই বা ফুটুক
আজ বসন্ত //
দিনটা হোক না যতই মেঘলা
ঘরে থাকবো না পরে একলা
চল বেড়িয়ে পড়ি যেদিকে দু চোখ যায় /
কেউ জানুক নাইবা জানুক
কেউ মানুক নাইবা মানুক
আমি লিখব স্বপ্ন আমার কবিতায় /
যে যা বলে বলুক
গান চলুক নাইবা চলুক
হোক না সময় যতই ভারাক্রান্ত......।
বৃষ্টি নামুক নাই বা নামুক
ঝড় উঠুক নাইবা উঠুক
ফুল ফুটুক নাই বা ফুটুক
আজ বসন্ত //
কথা: অন্জন দত্ত, গাযক: অনিন্দ্য
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.