Saturday, 16 July 2011

হঠাত্ ভাললাগা গান

কয়েকদিন আগে, নরেনদ্রপুরের এক বন্ধু - আমাদের চেয়ে একবছরের জুনিয়র, Ireland-এ ডাক্তার - একটা গানের লিংক পাঠিয়েছিল, Facebook-এ।। হালফিলের বাংলা গান সম্বন্ধে আমার খুব একটা ভাল ধারণা নেই। তাই কিছুটা কিনতু-কিনতু করেই শোনা শুরু করেছিলাম। তারপর, ভীষন ভাল লেগে গেল।গুনগুন করে গাইছি,মনের মধ্যে জায়গা করে দিচ্ছি; আনেকটা যেমন বাড়ীতে কোন প্রিয়জন হঠাত্ করে চলে এলে, ব্যস্তসমস্ত হয়ে অগোছাল বসার ঘরের জিনিষগুলোকে ঠিকঠাক করতে করতে বলি, 'আসুন, বসুন!'

গানটা শুনতে ইচ্ছে করছে, কোন নিস্তব্ধ দুপুরে, শেষ হয় না এমন হাইওয়ে ধরে drive করতে করতে, মনটাকে ফেলে আসা দিনের কিছু বিশেষ ঘটনার দিকে ছড়িয়ে দিয়ে; এটা জেনেই যে অবধারিতভাবেই কিছু স্মৃতিতে ভারাতুর হয়ে যাবে মনটা। তাতেই যেন গানটার মাধুর্য।

লিংকটা দিলাম। তোরা কেউ গানটার লেখক, সুরকার ও গায়ক সম্বন্ধে কিছু জানলে, share করিস।

http://www.youtube.com/watch?v=GrCXwJTpGgo&feature=related

6 comments:

  1. শান্তনুকে উত্তরে জানাই, যে শুভমিতার গান বেশ ভালই লাগে। চুমকীর কাছে প্রথম শোনা; পরে গোটা দুয়েক CD-ও যোগাড় করে ফেলেছিলাম। ওর একদম recent গান অবশ্য শুনিনি। 'অংক কি কঠিন'-ও আমার মেয়ের প্রিয় গান; সেটাও তো ব্যান্ডেরই। এটাও মানি যে কিছু এখনকার গানও অনবদ্য, মনটানা হয়। বাংলা FM এখানে থাকলে বেশ হত। নতুন গান বেশী করে শোনা যেত।

    ReplyDelete
  2. এই গানটা? সেই যে হলুদ পাখি/বসে জামরুল গাছের ডালে/করছে নাচানাচি/আমার শইশবের সকালে...........
    # # # # # # # # # # # # # # # #

    মেয়েটা কাল হস্টেলে চলে যাচ্ছে।।.............একবার বাড়ি থেকে বাইরে পা রাখলে কেউ কি আর ঘরে ফেরে রে? তুই, অমরজ্যোত, গৌতম কেউ ত আর ফিরলি না!

    ReplyDelete
  3. মেয়ের চলে যাওয়া ব্যাপারটার মধ্যে কেমন একটা হারানো লুকিয়ে আছে, না রে? সে হস্টেলে যাওয়াই হোক আর শ্বশুরবাড়ী যাওয়াই হোক। তুই এই মুহূর্তে কি মনে কি বয়ে বেড়াচ্ছিস, আন্দাজ করতে পারছি। আর ফিরে আসা-র সংগাটা আজকাল বোধহয় বদলে যাচ্ছে পৃথিবীটা যত ছোট হয়ে আসছে। কলকাতা এখন আনেক কাছের মনে হয়; আগে যেটা মনে হত না। কলকাতায় গেলে এখন যে শহরটাকে পাই, সেটার সাথে যে শহরটাকে ছেড়ে এসেছিলাম তার খুব একটা মিল খুঁজে পাই না। না, বাহ্যিক বদলের কথা বলছিনা; সেটা অত গুরুত্বপূর্ণ নয়। মনে হয় মন্চটা একই আছে কিন্তু চারপাশের চরিত্রগুলো সব অচেনা। তাই 'NRB' টাইপের একটা খোলসের মধ্যে ঢুকে ঘোরাফেরা করি।

    অন্য প্রসংগে বলি, আমার অভিগ্ণতা বলে বাইরে যাওয়াটা ব্যক্তিত্বের বিকাশের জন্য অত্যন্ত দরকারী। উষসীর মত শিক্ষিতা ও বুদ্ধিমতী মেয়ে নিজের প্রতি খেয়াল নিশ্চই রাখতে পারবে। সেটা নিয়ে অতটা ভাবিস না। কিন্তু মনটাকে sponge-র মত রাখতে পারলে পরে দেখবি মনের থলি ভর্তি করে মণিমাণিক্য নিয়ে ফিরবে। দুনিয়ার মুখোমুখি হবে অনেক বেশী guts নিয়ে।

    ReplyDelete
  4. Mon kharap laga-ta bujhi re....r du bachhar badey chhele ke chhere ditey hobe eta bhable ekhoni mon-ta vari hoye jayy....chhutir dine bhalo khaoyar kono maney thakbe na....shonibar sondhye bela berono-ta jolo hoye jabe....roj raater bhat khoyar samayy mone hobe amra bhalo machher tukro khachchhi kintu chhele-ta ki r ta pachchhe....sei kobey nau-mashey chhau-masey ekbar dekhte parbo....aasole sabai boddo chhoto gondir modhye thaki to aamra.....mon kharap koris na,tui to tao 4 bachhar extra peli....bohu lokey to setao payy na.....

    ReplyDelete
  5. হঠাৎ সবার লেখায় আর মন্তব্যে Blog টা বেশ বাঙ্ময় হয়ে উঠেছে। বাঃ,কি মজা একটু আড্ডামারা যাবে।

    কাল Phoneএ জানলাম।ঊষসী হস্টেলে চলে গেছে। ওর ঘরের বাইরে যাওয়া নিয়ে নির্মাল্য ও সুজয় যা লিখেছে,তারসাথে আর কিছু যোগ করার আমার ক্ষমতা নেই।...শুধু চাই, ঊষসী যেন সারাজীবন মনে প্রাণে শরীরে সুস্থ থাকে। আর বাকি কটা দিন ওকে নিয়ে আরো আরও গর্ব করতে পারি।

    ReplyDelete
  6. সবাই সব ঠিকঠাকই লিখেছিস। এ ভাবেই ভাবছি। আসলে নিউক্লিয়ার পরিবারে সব কিছু আবর্তিত হয় সন্তানকে ঘিরে। তাই সংসারটাই এখন সুজয়ের কথাগুলো।

    সেন সাহেব আপনার চিন্তা নেই। আপনার তো হাতে রইলো এক। আর দ্বিতীয় যখন যাবে তখন প্রথম আলো সাহায্য করবে। হুঁ হুঁ সাহেবের প্যালান বলে কথা!

    ReplyDelete

Note: only a member of this blog may post a comment.