Sunday, 26 June 2011

মৃণাল চক্রবর্তী চলে গেলেন।।।।

যাট-সত্তর দশকের বাংলা গান শুনে আপ্লুতবোধ করা যখন শুরু করেছিলাম, তখন আশির দশকের আনেকখানি কেটে গেছে। একটা সবেধন নীলমণি রেডিও, যা কি না আবার জাহাজী দাদার পুরনো সম্পত্তি, শুধু ভরসা। মাঝেমাঝে দেবাশিসের বাড়িতে গিয়ে স্টিরিও-তে হেমন্ত, সন্ধ্যা, মান্না, কিশোর ও আরতির গান শোনা একটা luxury-র পর্যায়ে প'ড়ত। শতকরা নব্বই শতাংশ বাংগালী যে সমস্ত গান শোনে, আমিও তাই শুনতাম। যেগুলো মন ভরিয়ে দিত, যেগুলো সাইকেল চালাতে চালাতে গুনগুন করতাম, যেগুলো প্রিয় এক বান্ববীকে শোনাবার fantasy-তে ডুবে থাকতাম, সেগুলো সবই ওই নব্বই শতাংশ-র পছন্দের মধ্যেই প'ড়ত। In other words, আমার প্রিয় গানের সংগ্রহ বেশ predictable ছিল।তবে গানের কথার মানে বুঝতে ও appreciate করতে শুরু করেছিলাম। সুরকারদের সম্বন্ধে জানাও শুরু করেছিলাম।

যাঁদের গান হঠাত্ হঠাত্ শুনতে পেতাম এবং তত্সত্বেও মন ছুঁয়ে যেত, তাদের মধ্যে দুজনের নাম বিশেষভাবে বলতে চাই। একজন শ্রীমতি সুমন কল্যানপুর এবং অন্যজন, শ্রী মৃণাল চক্রবর্তী।সুমন এখন গান না। বোম্বেতে থাকেন; শুনেছি মাঝে মাঝে পুণে আসেন অসুস্হ স্বামীর শ্বশুরবাড়ীতে। দেখা করার ইচ্ছে আছে। যদি আমাকে একবার 'মনে ক'র আমি নেই, বসন্ত চ'লে গেছে' শোনান, আবেশে ভেসে বাড়ী ফিরব।

মৃণাল চলে গেলেন কয়েকদিন আগে,খবরের কাগজের একটা ছোট্ট column-এ জানান দিয়ে গেলেন। শুনেছি FM-এর শ্রোতাবর্গের মধ্যে বেশ জনপ্রিয় ছিলেন। বেশ handsome ছিলেন, সলিল চৌধুরীর কাছে তালিম নিয়েছেন, মিষ্টি গলার ও সৌন্দর্যের মিশ্রণে মুগ্ধ হয়ে প্রেমে প'ড়েছিলেন এক দক্ষিন ভারতীয় মহিলা, যিনি পরে ওনার সহধর্মিণী হয়েছিলেন। এটুকুই জানি। আমার নিজস্ব মত: ওনার গলা ও স্টাইল আনেকটা শ্যামল মিত্র-র মত হওযাতে ঢাকা প'ড়ে গেছিলেন, বাংলা গানের সেই অনন্ত talent-র যুগে জন্মে নিজের জাযগা ক'রে নিতে পারেন নি।

ওনার কয়েকটা গান গত দু'তিন দিন ধরে শুনছি:

'কেন জানি না শুধু যে তোমার কথাই মনে প'ড়ে'(http://www.youtube.com/watch?v=Wo1dZQJDFlM&NR=1)
'কথা দাও ভুলবে না গো' (http://www.youtube.com/watch?v=69VdhzoDRlA&feature=related)
'নদী চলেই যাবে জানি' (http://www.youtube.com/watch?v=Y8AXD9i4xqg&NR=1)
'তুমি এলে চম্পা ফুটেছে কি তাই' (http://www.youtube.com/watch?v=GgptnbXk8lk&feature=related)
'পথ নির্জন চলো না এখন দুজন কোথাও গিয়ে বসি, পাশাপাশি' (http://www.youtube.com/watch?v=YI1NH78wPwQ&feature=related)

তোদের কারো কাছে কি ওনার গানের কোন collection আছে? কেমন লাগে ওনার গান?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.