পঁচিশ বছরেরও বেশী পুরোন আমাদের 'ঠেক' - যার শুরু বেহালা-র 'অজন্তা' সিনেমা হলের কাছে এক marketplace-র পিছনে দু-ধাপ সিঁড়ির ওপরে - আজ Internet-e। নতুন পরিসরে, নতুন কলেবরে।
Open-e হচ্ছে না। Comment করবো কি করে?
কোন কারণে কেউ লিংকটা খুলতে পারছিস না। একটা রাস্তা এই:পুরো লিংকটা মাউস দিয়ে select কর, তারপর press Ctrl + Cএবার browser-এ যা, ওপরের address bar-এ গিয়ে (যেখানে www. ইত্যাদি টাইপ করিস) press CTRL + V. তারপর, press Enter.লেখাটা একটু অন্যরকম; তা না হলে ঠেকের ব্লগে পাঠাতাম না!
Note: only a member of this blog may post a comment.
Open-e হচ্ছে না। Comment করবো কি করে?
ReplyDeleteকোন কারণে কেউ লিংকটা খুলতে পারছিস না। একটা রাস্তা এই:
ReplyDeleteপুরো লিংকটা মাউস দিয়ে select কর, তারপর press Ctrl + C
এবার browser-এ যা, ওপরের address bar-এ গিয়ে (যেখানে www. ইত্যাদি টাইপ করিস) press CTRL + V. তারপর, press Enter.
লেখাটা একটু অন্যরকম; তা না হলে ঠেকের ব্লগে পাঠাতাম না!