ছোটকন, তৃতীয়বার পা ভাংগার পর বাড়ীতে বসে। সংযুক্তার নজরে থেকে সুস্হ হয়ে উঠছে যদিও, কিন্তু স্বভাবত:ই মন খারাপ। রীতিমত দৌড়ঝাঁপ করে কাটানো বাল্য, কৈশোর ও যৌবন যার সে বিছানায় বন্দী থেকে হাঁপিয়ে যাবে, তা তো স্বাভাবিক। আমরা যারা ঠেকের জনতা, যে যেরকম পারি, শুকনো কিছু 'তাড়াতাড়ি ভাল হয়ে ওঠ ভাই' জাতীয় কথা ফেসবুকে গুঁজে দিয়েছিলাম। এর বেশী সত্যি কি বা করতে পারতাম!
কোলা অবশ্য ওর জাহাজী মেজাজে থাকার দৌলতে ফাঁক পেলেই পেন চালায়। কবিতা নামানো ওর কাছে জলভাত। ছোটকনের স্টীলবিদ্ধ পায়ের কথা ভেবে আর ওর যন্ত্রণাবিদ্ধ মুখের কথা ভেবে লিখে ফেলল:
তোমায় দিলাম
ছায়ামোড়া পথ
অদূরে আকাশ
মেঠো রাজপথ।
হাল্কা বৃষ্টি
হঠাত হাওয়া
মনের সাথে মন
ভেসে যাওয়া।
চেতনা যত ছিল
তোমার বুকে
আমার হৃদয়ে তারা
থাকুক সুখে।
খোলা চুল তার বাতাসে মিলায়
ঢেউ ফেটে প'ড়ে, আঁচল উড়ায়,
অচেন আশায় চোখ তুলে চায়,
মন কি আমায় সাথে নেবে না?
-- শ্রী অমিত 'কোলা' সেন!
২৯শে মার্চ, ২০১৪
কোলা অবশ্য ওর জাহাজী মেজাজে থাকার দৌলতে ফাঁক পেলেই পেন চালায়। কবিতা নামানো ওর কাছে জলভাত। ছোটকনের স্টীলবিদ্ধ পায়ের কথা ভেবে আর ওর যন্ত্রণাবিদ্ধ মুখের কথা ভেবে লিখে ফেলল:
তোমায় দিলাম
ছায়ামোড়া পথ
অদূরে আকাশ
মেঠো রাজপথ।
হাল্কা বৃষ্টি
হঠাত হাওয়া
মনের সাথে মন
ভেসে যাওয়া।
চেতনা যত ছিল
তোমার বুকে
আমার হৃদয়ে তারা
থাকুক সুখে।
খোলা চুল তার বাতাসে মিলায়
ঢেউ ফেটে প'ড়ে, আঁচল উড়ায়,
অচেন আশায় চোখ তুলে চায়,
মন কি আমায় সাথে নেবে না?
-- শ্রী অমিত 'কোলা' সেন!
২৯শে মার্চ, ২০১৪