আজ তোরা নিশ্চয়ই সব একসাথে বসবি।কোথায় বসা হচ্ছে। নির্মাল্য;সুজয়;শান্তনু;মানস সবাই আসবি'ত।
সঞ্জীব আসবে তো?
ঘুড়ি ওড়ানো নেই।সূতোয় জল ন্যাকড়া মারা নেই,মাঞ্জা দেয়া নেই। কাঁচ গুঁড়ো করা নেই। হীরাকস;টৌরিফল ছাঁকা নেই।সাবু ফোটানো নেই।ঘুড়ি লোঠা নেই।ভাতদিয়ে ঘুড়ি জোড়া।লগি,ব্যাখারি নেই।হপ্তামারা নেই।ঝগড়া নেই।মাথা,ফাটা হাত ভেঙে যাওয়া নেই।
বন্ধুবৃন্দ তোরা সব ভালকরে,চুটিয়ে মস্তি কর।
পুনশ্চঃ ---গৃহে পত্নি প্রায় যুবা সন্তান থাকা সত্ত্বেও ,এবার যেন পরকীয়া বন্ধ করে।